মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ১৫ জন জুয়ারী গ্রেফতার

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৬ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   59 বার পঠিত

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ১৫ জন জুয়ারী গ্রেফতার
উপ-পুলিশ কমিশনার (ডিবি) এর দিক নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ মার্চ) অনুমান ০৩.৩৫ ঘটিকায় এসএমপি এয়ারপোর্ট থানাধীন ইলেক্ট্রিক সাপ্লাইস্থ কলবাখনি আ/এ এর জালালী ২১/১ নং বাসার পাশ্ববর্তী ভুতের বাড়ী নামক দ্বীতল বিল্ডিং এর দুতলা কক্ষে জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করে আসামী ১। আব্দুল হান্নান(৫২), পিতাঃ মৃত ছাবের আলী মন্ডল, সাং- হান্নান চৌধুরীর বাসা, পাহাড়িকা, পশ্চিম পীর মহল্লা, থানাঃ এয়ারপোর্ট, জেলাঃ সিলেট, ২। আলাল মিয়া(২৮), পিতাঃ সুন্দর আলী, সাং- কুমিল্লা লাইন, লাক্কাতুরা, থানাঃ এয়ারপোর্ট, জেলাঃ সিলেট, ৩। সোহেল খান(২৯), পিতাঃ মৃত আজাদ নূর, সাং- কলাহাটি, ভাটিপাড়া, থানাঃ দিরাই, জেলাঃ সুনামগঞ্জ, বর্তমানঃ ৩১, বড়বাজার, থানাঃ এয়ারপোর্ট, জেলাঃ সিলেট, ৪। শিপন মিয়া(৫৪), পিতাঃ মৃত শফিক মিয়া, সাং- বিহংগ ৩০, নয়াসড়ক, থানাঃ কোতোয়ালী, জেলাঃ সিলেট, ৫। মোঃ শফিক(৩৮), পিতাঃ মৃত জয়নাল আবেদিন, সাং- টেকেরঘাট, থানাঃ তাহিরপুর, জেলাঃ সুনামগঞ্জ, বর্তমানঃ আল আমিন ৫১, চারাদিঘীর পাড়, থানাঃ কোতোয়ালী, জেলাঃ সিলেট, ৬। আব্দুল আলী(৩৮), পিতাঃ মৃত মজি মিয়া, সাং- আমবাড়ি, থানাঃ তাহিরপুর, জেলাঃ সুনামগঞ্জ, বর্তমানঃ সজিব মিয়ার কলোনী, কানিশাইল, থানাঃ কোতোয়ালী, জেলাঃ সিলেট, ৭। ফকরুল ইসলাম(৪০), পিতাঃ মৃত আফতাব আলী, সাং- অলংকারী, থানাঃ বিশ্বনাথ, জেলাঃ সুনামগঞ্জ, বর্তমানঃ আরমান খানের বাসা, সোবহানীঘাট কাচা বাজার, থানাঃ কোতোয়ালী, জেলাঃ সিলেট, ৮। সাবেল আমিন প্রকাশ আল আমিন(৩০), পিতাঃ মৃত তাহির আলী, সাং- প্রতাপপুর, থানাঃ ছাতক, জেলাঃ সুনামগঞ্জ, বর্তমানঃ অগ্রনী ২৩, লন্ডনী রোড, থানাঃ এয়ারপোর্ট, জেলাঃ সিলেট, ৯। তাজুল আহমদ(৩৮), পিতাঃ মৃত কামাল আহমেদ, সাং- প্রবাহ ৬০, মাছিদিঘীর পাড়, তালতলা, থানাঃ কোতোয়ালী, জেলাঃ সিলেট, ১০। মোঃ দুলাল মিয়া(৪৬), পিতাঃ নূর ইসলাম, সাং- ভোলাকোন, সাহেবের বাজার, থানাঃ এয়ারপোর্ট, জেলাঃ সিলেট, বর্তমানঃ মামুন মিয়ার বাসা, কালা শাহ মাজারের পাশে, গোয়াইপাড়া, থানাঃ এয়ারপোর্ট, জেলাঃ সিলেট, ১১। ইকবাল হোসেন(৪৫), পিতাঃ মৃত আলী হোসেন, সাং-শাহপুর, টুকেরবাজার, থানাঃ জালালাবাদ, জেলাঃ সিলেট, বর্তমানঃ নূরানী ৬৫৫/৩, বনকলাপাড়া, থানাঃ এয়ারপোর্ট, জেলাঃ সিলেট, ১২। মামুন মিয়া(৩৭), পিতাঃ মৃত মনা মিয়া, সাং- উত্তর কূল, থানাঃ জকিগঞ্জ, জেলাঃ সিলেট, বর্তমানঃ ১৭, মটু মিয়ার ভিলা, হাজারীবাগ, থানাঃ এয়ারপোর্ট, জেলাঃ সিলেট, ১৩। জিয়াউর রহমান(৩৪), পিতাঃ মৃত মতিউর রহুমান, সাং- আশকুরি, থানাঃ শান্তিগঞ্জ, জেলাঃ সুনামগঞ্জ, বর্তমানঃ বন্ধন ৭/৯, মোল্লাপাড়া, খাসদবির, থানাঃ এয়ারপোর্ট, জেলাঃ সিলেট, ১৪। ইউসুফ মিয়া(২৬), পিতাঃ মৃত হোসেন আলী, সাং- কাটাঘাট, থানাঃ নরসিংদী সদর, জেলাঃ নরসিংদী, বর্তমানঃ শাহীন হোস্টেলের পিছনে, ইলেক্ট্রিক সাপ্লাই রোড, থানাঃ এয়ারপোর্ট, জেলাঃ সিলেট, ১৫। আবুল হোসেন(৫১), পিতাঃ মৃত মনির হোসেন, সাং- রাজুর বাজার, থানাঃ নেত্রোকোনা সদর, জেলাঃ নেত্রোকোনা, বর্তমানঃ প্রভাতি ১৪৭, পশ্চিম পীরমহল্লা, থানাঃ এয়ারপোর্ট, জেলাঃ সিলেটদের গ্রেফতার করে এয়ারপোর্ট থানার নন এফআইআর নং-২৪, তাং-১৬/০৩/২০২৪খ্রিঃ ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫, উক্ত আসামিদের কে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
Facebook Comments Box

Posted ১১:২৫ অপরাহ্ণ | শনিবার, ১৬ মার্চ ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com