শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে প্রায় ১০০ সাংবাদিকের

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   45 বার পঠিত

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে প্রায় ১০০ সাংবাদিকের

ফাইল ছবি

হামাস নিয়ন্ত্রিত অবরুদ্ধ গাজার জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার (২৩ ডিসেম্বর) ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন এক সাংবাদিক। এ নিয়ে আড়াই মাসে উপত্যকাটিতে ৯৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। খবর আনাদোলু এজেন্সি।

জনসংযোগ বিভাগের বিবৃতির তথ্য অনুযায়ী, সর্বশেষ নিহত সাংবাদিকের নাম মোহাম্মদ খলিফা। তিনি হামাসপন্থী টেলিভিশন চ্যানেল আল-আকসা টিভিতে কাজ করছিলেন।

ইসরায়েলি গোলা বর্ষণে ঘর-বাড়ি হারিয়ে স্ত্রী ও তিন সন্তানসহ গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন খলিফা। সেখানেই বিমান হামলায় নিহত হন তিনি।

এদিকে জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, ইসরায়েলের সামরিক হামলার ফলে গাজায় নিহত ২০ হাজার ৫৭ জনের প্রায় ৭০ শতাংশ নারী ও শিশু। ৭ অক্টোবর থেকে চলমান এ হামলায় আহত হয়েছে ৫৩ হাজার ৩২০ জন ফিলিস্তিনি। এছাড়া গাজার ২৩ লাখ অধিবাসীর বেশির ভাগই বাস্তুচ্যুত হয়েছেন।

অন্যদিকে তেল আবিবের দাবি, হামাসের হামলায় নিহত হয়েছেন প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি। এছাড়া গত ২০ অক্টোবর স্থল অভিযান শুরুর পর থেকে ১৪০ জন সেনা হারিয়েছে আইডিএফ।

Facebook Comments Box

Posted ১১:৩২ অপরাহ্ণ | শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com