রবিবার ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
পেশাজীবী-১ থানা জামায়াতের ইউনিট দায়িত্বশীল সম্মেলন

সমাজে নেতৃত্ব দিতে জামায়াত দায়িত্বশীলদের তাকওয়াবান হিসাবে গড়ে তুলতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   49 বার পঠিত

সমাজে নেতৃত্ব দিতে জামায়াত দায়িত্বশীলদের তাকওয়াবান হিসাবে গড়ে তুলতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াত মানবতার মুক্তি সনদ আল-কুরআন ও রাসুল (সাঃ) এর হাদীসের আলোকে সমাজ গঠন করতে চায়। মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের মূল লক্ষ্য। সমাজের পরিবর্তনের আগে নিজেকে পরিবর্তন করতে হবে। জামায়াত দায়িত্বশীলদের সমাজে নেতৃত্ব দেয়ার যোগ্য এবং তাকওয়াবান হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর জামায়াতের ব্যাপারে সাধারণ জনগণের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। যা বাংলাদেশে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য এক অমিত সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। মানুষকে ইসলামী আন্দোলনের দিকে ধাবিত করতে হবে।

তিনি শনিবার (৪ জানুয়ারি) রাতে সিলেট মহানগরীর পেশাজীবী-১ থানা জামায়াতের ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর এডভোকেট আলীম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল। পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন মাওলানা এফ.কে.এম. শাহজাহান।
সম্মেলনে থানার অন্তর্গত সকল ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

Posted ১১:০৬ অপরাহ্ণ | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com