রবিবার ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শীতার্তদের মাঝে আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কম্বল বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি   |   শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   54 বার পঠিত

শীতার্তদের মাঝে আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কম্বল বিতরণ

অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও পাঠাগারের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্র ও শনিবার (৩ ও ৪ জানুয়ারি) বেলা ১১টায় শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের সুবেদার কান্দি আতাউর রহমান খান স্পোর্টিং ক্লাবে এই কম্বল বিতরণ করা হয়। বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, বিনোদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার শফি বেপারী, আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সুরুজ আহমেদ খান, আসাদুল্লাহ মৃধা, নান্নু ঢালী, আজিজুল হক বেপারী, এনায়েত মুন্সি, ভুট্টু মুন্সি, হুমায়ন মুন্সি, কামাল হোসেন বাঘা, আক্তার হোসেন বেপারী প্রমুখ।

আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাওন বলেন, কানাডা প্রবাসী আতাউর রহমান খান দীর্ঘদিন যাবৎ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার উন্নয়নের পাশাপাশি অসহায়দের জন্য কাজ করে চলছেন। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় শীতার্ত মানুষ যাতে এই প্রচন্ড শীতে কষ্ট না পায় এর জন্য অসহায়দের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। এই উদ্যোগ অব্যহত থাকবে।

উল্লেখ্য, দীর্ঘ দিন যাবৎ শরীয়তপুর জেলা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবার ও নারীদের সাবলম্বী এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছেন। বিশেষ অন্ধ, পঙ্গু, বিকলাঙ্গ, প্যারাইলাইসড রোগীদের চিকিৎসা ও তাদের সন্তানদের পড়াশোনা এবং কর্মসংস্থানে বিশেষ ভূমিকা রাখছেন।

Facebook Comments Box

Posted ৯:২০ অপরাহ্ণ | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com