রবিবার ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দুই মোটরসাইকেলের সংঘর্ষে জগন্নাথপুরের স্কুল শিক্ষার্থী নিহত

জগন্নাথপুর প্রতিনিধি   |   শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   21 বার পঠিত

দুই মোটরসাইকেলের সংঘর্ষে জগন্নাথপুরের স্কুল শিক্ষার্থী নিহত

ফাইল ছবি

দুই মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে সুনামগঞ্জর জগন্নাথপুরের তাহফিমূল হাসান আবির (১৭) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পাগলা-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের দাড়াখাই নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর বাজারের লাইব্রেরী ব্যবসায়ী আমীর হোসেনের ছেলে জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী আবির তার গ্রামের বাড়ি শান্তিগঞ্জ উপজেলার হলিদিয়া গ্রাম থেকে তার চাচা আবু তালেবের সঙ্গে মোটরসাইকেল যোগে জগন্নাথপুরে আসছিলেন। পথিমধ্যে দাড়াখাই সেতু এলাকায় বিপরীত দিক থেকে ছেড়ে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে আবির মারা যায়। এঘটনায় হন আহত আবু তালেব তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত স্কুল শিক্ষার্থীর বাবা মা দীর্ঘদিন ধরে পৌরশহরের ইকড়ছই এলাকায় ভাড়াবাসা নিয়ে বসবাস করে আসছিলেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন।

Facebook Comments Box

Posted ৯:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com