রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 99 বার পঠিত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রওজাতুল উলূম নারিকেলতলা ও ইছগাঁও মাদ্রাসার ৫০ বছরপূর্তিতে প্রাক্তন ছাত্র পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় আগামী রবিবার (৫ জানুয়ারি) আয়োজিত আন্তর্জাতিক ইসলামি মহা-সম্মেলন সফলের লক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে রওজাতুল উলূম নারিকেলতলা ও ইছগাঁও মাদ্রাসার বৈঠক কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী মাওলানা আব্দুল হাই আল-হাদী’র পরিচালনায় সংবাদ সম্মেলনে সার্বিক বিষয়ে বক্তব্য দেন, প্রাক্তন ছাত্র পরিষদের সিনিয়র সহসভাপতি মাওলানা আফজল আহমদে।
এসময় উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরব্বি শফিকুর রহমান, মিনার মিয়া, মাদ্রাসার প্রাক্তন ছাত্র সাদিকুর রহমান, মাওলানা আব্দুস শুকুর, হাফিজ শাহিনুর রহমান শাহীন, হাফিজ মঞ্জুর আহমদ, রেজাউল হক, তানভীর আহমদ সোহেল, আনহার মিয়া, সুজাত মিয়া, মাওলানা সদরুল আমীন, হাফিজ ইউসুফ আহমদ, মাওলানা সাইফুল ইসলাম, হাফিজ মুজাহিদুল ইসলাম, মাওলানা মস্তফা আল হুসাইন, হাফিজ কামরুল ইসলাম, হাফিজ হুসাইন আহমদ, মিজানুর রহমান, ইব্রাহিম আহমদ, মাহদি হাসান প্রমুখ।
এদিকে, আগামী রবিবার (৫ জানুয়ারি) মাদ্রাসা ময়দানে আয়োজিত আন্তর্জাতিক ইসলামি মহা-সম্মেলনে তাফসির পেশ করবেন, ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস মসজিদের ইমাম ও খতিব শায়খ আলী উমর ইয়াকুব আল-আব্বাসী, মাওলানা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী, মাওলানা জুনায়েদ আল হাবীব (ঢাকা), মাওলানা জসিম উদ্দিন রাহমানী (ঢাকা), মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী (ঢাকা), মাওলানা ফরিদ আহমদ খান (লন্ডন), ড. প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ (লন্ডন), মুফতি শায়খ আব্দুল মুস্তাকিম (লন্ডন), মাওলানা শায়খ ফয়েজ আহমদ (লন্ডন), শায়খ মুহাম্মদুল্লাহ বিন হাফিজ (কাতার), মাওলানা ইউসুফ আমিনী (কানাডা) সহ দেশবিদেশের খ্যাতিমান বক্তব্যরা বয়ান পেশ করবেন।
Posted ৯:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed