রবিবার ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণকালে মো. নুরুল ইসলাম

ভালো শিক্ষা অর্জন করলে ভালো মানুষ হওয়া যায়

অনলাইন ডেস্ক   |   বুধবার, ০১ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   42 বার পঠিত

ভালো শিক্ষা অর্জন করলে ভালো মানুষ হওয়া যায়

সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপপরিচালক মো. নুরুল ইসলাম বলেছেন, ভালো শিক্ষা অর্জন করলে ভালো মানুষ হওয়া যায়। শিক্ষার কোন বিকল্প নেই, শিক্ষা ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারে না। তাই তোমাদের ভালো করে শিক্ষা অর্জন করতে হবে। নতুন বইয়ের যত্ন নিতে হবে। এই বইয়ের শিক্ষা নিয়ে তোমাদের ভবিষ্যত উজ্জ্বল করে নিজেকে গড়ে তুলতে হবে। শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। শিক্ষার্থীরা পড়াশোনাকে খেলাধুলার মত আনন্দের সাথে গ্রহণ করতে পারে সেরকম উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে শিক্ষক ও অভিভাবকদের মনোযোগী হওয়ার তাগিদ দেন তিনি। তিনি বলেন, নতুন বই বিতরণ শিশুদের কাছে অত্যন্ত আনন্দের, কারণ এই বইয়ের মাধ্যমে আমাদের কোমলমতি শিশুরা বছরের প্রথম দিন থেকে নতুন বই পড়ার সুযোগ পায়।

বুধবার (১ জানুয়ারি) সকালে নগরীর বন্দরবাজারস্থ দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেগুপ্তা কানিছ আক্তার এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রীতা রানী তালুকদারের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ, সিলেট সদর উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল জলিল তালুকদার। বই বিতরণকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌসুমী মহারত্ন, শিপ্রা রানী নাথ, লাকী রানী দে, স্বর্ণালী দাস, তৃপ্তি রানী দাস, বিপ্লব মোদক, বিভা মজুমদার, সুদীপ্তা দত্ত চৌধুরী। এছাড়াও এসময় শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:০৪ অপরাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com