অনলাইন ডেস্ক | বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 50 বার পঠিত
বিএনপি সিলেট জেলা শাখার উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী বলেছেন, দেশকে মাদকমুক্ত ও তরুণ সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। তিনি আরও বলেন, শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে তাদের খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে হবে।
তিনি বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নে ভবানীগঞ্জ আইডিয়াল ক্লাব আয়োজিত জুলাই প্রিমিয়ার লীগ (জেপিএল) এর ফাইনাল খেলা পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর শামীম কামরুলের সভাপতিত্বে এবং আব্দুল বাসিত সাগর ও হাবিবুর রহমান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্যে এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেন, ভিন দেশের সংস্কৃতি রোধে, দেশীয় ক্রীড়া ও সাংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। নিয়মিত মাঠে খেলাধুলার মাধ্যমে উদ্দীপনা, কর্মক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধি করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে হার ও জিতকে সহজে মেনে নিতে সাহায্য করে। তাই যুব ও তরুণদের জন্য মাঠে খেলার ব্যবস্থা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতবাঁক ইউনিয়ন বিএনপির সভাপতি ফখর উদ্দিন, সমাজসেবী আবু মাহমুদ, আব্দুল ওয়াদুদ চৌধুরী, ইউপি সদস্য মোঃ ফখর উদ্দিন, মোঃ জাকির হোসেন, মাস্টার আব্দুর রহিম। অনুষ্ঠানে খেলা পরিচালনা কমিটি ও ক্রীড়া সংশ্লিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জুলাই কিংস’র টিম ম্যানেজার ফয়সাল আহমদ, সুপার বয়েজ জুলাই’র টিম ম্যানেজার সেলিম আহমদ, খেলা পরিচালনা কমিটির সোহেব আহমদ, লোকমান আহমদ, রেজাউল করিম, আর এ নোমান, আব্দুল্লাহ আল শাওন, নাঈম হাসান প্রমুখ।
ফাইনাল খেলায় জুলাই কিংস’কে ১৮ হারিয়ে চ্যাম্পিয়ান ট্রফি অর্জন করে সুপার বয়েজ জুলাই। ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ফয়েজ আহমদ। ১৮০ রান ও ১৫ উইকেট নিয়ে টুর্ণামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হন আরিফুল ইসলাম। টুর্ণামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহ করেন সুলতান।
Posted ১০:৪১ অপরাহ্ণ | বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed