সুনামগঞ্জ প্রতিনিধি | শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 72 বার পঠিত
বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ বলেছেন, ইসকন সনাতনীদের কোনো ধর্মীয় সংগঠন নয়। ইসকন একটি জঙ্গি সংগঠন। ইসকনের সদস্যদের হাতে বিভিন্ন সময় মানুষ নির্যাতনের শিকার হয়েছে। ইসকন দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইসকনের কার্যক্রম বাংলাদেশে চলতে পারে না। ইসকনকে নিষিদ্ধ করার জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সুনামগঞ্জ মডেল মসজিদে সুনামগঞ্জে মাসিক নির্বাহী বৈঠকে জেলা শাখা সভাপতি মুফতি আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলামের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা ওয়ারিস উদ্দিন, সহ সভাপতি মাওলানা সুলাইমান হাকিম, মাওলানা সৈয়দ শাহিদ আহমদ, হাজী আবুল বাশার, মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা আব্দুল খালিক, সহ সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, ডাক্তার মাওলানা আতাউর রহমান, মাওলানা মুখলিসুর রহমান, মাওলানা আবুবকর শাহ, হাফিজ মাওলানা এনামুল হক, মাওলানা ছমির উদ্দিন ছালেহ, মাওলানা আমিরুল হক, হাফিজ ফেদাউর রহমান, মাওলানা রহমত আলী, হাফিজ মাওলানা তাজুল ইসলাম আল হাবীব, মাওলানা জামাল উদ্দিন প্রমুখ।
বৈঠকে নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫ টি আসনে প্রার্থী দেওয়া হবে। ২০২৫ সালের জানুয়ারী মাসে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন করা হবে, সকল উপজেলায় ডিসেম্বর মাসে প্রতিষ্ঠাবার্ষিকী পালন হরা হবে।
Posted ১০:৩২ অপরাহ্ণ | শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed