রবিবার ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আমাদের শত ভাগ নেতাকর্মী মাদকমুক্ত: ছাত্রশিবিরের সেক্রেটারি

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২৩ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   22 বার পঠিত

আমাদের শত ভাগ নেতাকর্মী মাদকমুক্ত: ছাত্রশিবিরের সেক্রেটারি

ছবি : সংগৃহীত

ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের নেতাকর্মীরা শতভাগ মাদকমুক্ত দাবি করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, দেশের অন্য ছাত্র সংগঠনের ক্ষেত্রে মাদকমুক্তের এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। ছাত্রশিবির সাধারণ ছাত্রদের আধিকার আদায়ের কথা বলে। ছাত্রশিবির করে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে তধ্য প্রমাণ দিতে পারলে তার বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থাই গ্রহণ করা হয় না, আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হয়।

শনিবার (২৩ নভেম্বর) সকালে দ্যা গ্রেড দাদুবাড়ীর মিলনায়তনে সংগঠনটির হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে নতুন শিক্ষার্থীদের নবীনবরণ-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবিরের সদস্য হতে হলে তাকে প্রচুর বই পড়তে হয়। তাকে মানবতার শিক্ষা দেয়ার হয়। ছাত্রশিবির একটি সুশৃঙ্খল ছাত্র সংগঠন। এতে কোন অনিয়মতান্ত্রিক কাজ হয় না। ছাত্রশিবির সব সময় বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ করে।

তিনি আরও বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থাকে গত ৫০ বছরে আমরা ঠিক করতে পারিনি। বর্তমান শিক্ষা ব্যবস্থা সার্টিফিকেট নির্ভর একটি শিক্ষা ব্যবস্থা হয়েছে। এ শিক্ষা ব্যবস্থায় সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি হয় না। দেশপ্রেমিক ও সুনাগরিক তৈরি হতে হলে ইসলামী ছাত্রশিবির তথা ইসলামের পতাকাতলে সকল শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে হবে।

ছাত্রশিবির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আরও বলেন, যারা ফিলিস্তিনিদের নির্বিচারে মারছে, তারাই আবার আমাদের দেশে এসে মানবতার কথা বলছে। এখানে শিশু-নারী, বৃদ্ধ-বনিতাকে নির্বিচারে হত্যা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করে, তারা কখনও অতীত থেকে শিক্ষা নেয় না। ইতিহাস অতীতকে স্মরণ করিয়ে দেয়। ৫ আগস্টের দেশে যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনকে যদি মূল্যায়ন না করে, যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা আবারও ভুল করবেন। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজাওয়ানুল সিদ্দিকির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের পাঠাগার বিষয়ক সম্পাদক অহিদুল ইসলাম আকিক, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির শাখার সেক্রেটারি শেখ রিয়াদ প্রমুখ।

এছাড়া হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪ ব্যাচের নতুন দুই শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৮:২০ অপরাহ্ণ | শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com