বিশ্বনাথ প্রতিনিধি | বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 64 বার পঠিত
সিলেটের বিশ্বনাথে ৪ শতাধিক কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন ৮ প্রকার শাক-সবজির বীজ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের কৃষি পূর্নবাসন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালিন সবজির ৮ প্রকার বীজ ও ১ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সুনন্দা রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, সরকার কর্তৃক নগদ অর্থ ও শীতকালীন শাক সবজির বীজ সকলে রোপন করবেন। যা দিয়ে আপনাদের পারিবারিক চাহিদা পূরণ হবে পাশাপাশি অর্থ উপার্জনও হবে।
Posted ১০:১২ অপরাহ্ণ | বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed