শুক্রবার ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে জামালগঞ্জে শিক্ষকদের মানববন্ধন

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি   |   বুধবার, ০২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   127 বার পঠিত

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে জামালগঞ্জে শিক্ষকদের মানববন্ধন

ছবি : সংগৃহীত

১ দফা এক দাবি, শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণ করার দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ অক্টোবর ) সকালে ১২ তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে জামালগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা জামালগঞ্জ উপজেলা পরিষদ গেইটের সামনে এ মানববন্ধন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে জমসের আলী তেরানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম আল বেরুনীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাতারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার, আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আলম, নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল লেইছ।
হাজী আঃ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুল আলম চৌধুরী, ছেলাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী রেজা রাজু, চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রানা চন্দ্র দাস, ছেলাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখরুল ইসলাম, জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাফিজ উদ্দিন, নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল আহমদ, হাজী ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ মিয়া, শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বন্যা রায়, নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়ন্ত পাল, মাতারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসনা আক্তার প্রমুখ।

Facebook Comments Box

Posted ৭:৩৯ অপরাহ্ণ | বুধবার, ০২ অক্টোবর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com