শান্তিগঞ্জ প্রতিনিধি | শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 44 বার পঠিত
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রিয় কমিটির যুগ্ম-মহাসচিব মাও. ওয়ালী উল্লাহ্ আরমান বলেছেন, ‘সুনামগঞ্জ জেলা হচ্ছে জমিয়তে উলামায়ে ইসলামের অন্যতম উর্বর ভূমি। এখানকার নেতাকর্মীরা জমিয়তের জন্য নিবেদিত প্রাণ। ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশে জমিয়ত আরও সুসংগঠিতভাবে এগিয়ে যাবে। আর আমাদের প্রাণের সংগঠন জমিয়তকে এগিয়ে নিতে আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সুনামগঞ্জ-৩ আসন অর্থাৎ শান্তিগঞ্জ-জগন্নাথপুর উপজেলায় সৈয়দ তালহা আলম অনেক ভালো কাজ করে যাচ্ছেন। সৈয়দ তালহার নেতৃত্বে এই আসনে জমিয়তকে আরও সুসংগঠিত করতে হবে।’
২০২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অবদান শীর্ষক আলোচনা সভা, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আওয়ামীলীগ সরকার দেশের প্রশাসনসহ সব ক্ষেত্রে দুর্নীতি করে তার নিজস্ব মানুষ সেট করে রেখেছে। তাদেরকে সরাতে হবে। না হলে আওয়ামীলীগের প্রেতাত্মারা আবারও হুঙ্কার দিয়ে উঠতে পারে। ভারতের দিল্লিতে বসে এ দেশকে নিয়ে চিনিমিনি খেলতে চাইলে সহ্য করা হবে না। এদেশের প্রতি যারা চোখ তুলে চাইবে তাদের চোখ উপড়ে ফেলা হবে, হাত বাড়ালে হাত ভেঙে দেওয়া হবে। সব কুকর্মের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।
ওয়ালী উল্লাহ্ আরমান আরও বলেন, ‘এতোদিন আওয়ামী লীগের ফ্যাসিবাদেরা মানুষের মুখ চেপে ধরে রেখেছিলো। মামলা, হামলা, গুম, খুন করে মানুষকে অমানসিক নির্যাতন করেছিলো। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও বাজারসহ সব জায়গায় লুটপাট করে দেশটাকে খালি করে দিয়েছে। কৃষক, মজুরসহ প্রতিটি মানুষকে পৈশাচিক নির্যাতন করেছে আওয়ামীলীগ। সব কিছুর হিসাব নিবে এদেশের সাধারণ মানুষ।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন- শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়ন নেতা ছালিক আহমদ। মাও. সাদিকুর রহমান ও আবদুর রহমান জামীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন- আগামী সংসদ সদস্য নির্বাচনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি সৈয়দ তালহা আলম। বক্তব্যে সৈয়দ তালহা বলেন, ‘এই আসনে এতোদিন হাবিল-কাবিলের রাজত্ব ছিলো। বিরোধী পার্টির মানুষ যখন কথা বলতে পারেনি তখন আমরা কর্মসূচি বাস্তবায়ন করেছি। একটি লিফলেট বিতরণ করতে হলেও আওয়ামীলীগের নির্যাতন সহ্য করতে হয়েছে। এখন কেউ কেউ বসন্তের কোকিলের মতো আমেরিকা-লন্ডন থেকে উড়ে এসে জুড়ে বসতে চান। শান্তিগঞ্জ-জগন্নাথপুরের মানুষ বসন্তের কোকিলদের মেনে নেবেন না।’
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুনামগঞ্জ জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ রশিদ আহমদ, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের আহ্বায়ক এরশাদ খান আল হাবীব, জেলা জমিয়তের যুব বিষয়ক সম্পাদক শাহীনুর রহমান শাহীন, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের আহ্বায়ক শায়খ হোসাঈন আহমদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাও. খলিলুর রহমান, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি শহীদুর রহমান, সিলেট মহানগর ছাত্র জমিয়তের আহ্বায়ক দিলওয়ার ইমরান, উপজেলা যুব জমিয়ত নেতা মাও. হাফিজুর রহমান ও মাও. কবির খাঁন।
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন আহমেদ ওসমান, সায়নান সায়েম ও হাফিজ শহীদুল ইসলাম।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মাও. শহীদুর রহমানকে সভাপতি ও সিদ্দিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে উপজেলা যুব জমিয়তের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। যার মেয়াদ ২ বছর। একই সময়ে মাও. কবির আহমদকে সভাপতি ও আরিফ বিল্লাহ আনছারকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদী উপজেলা ছাত্র জমিয়তের ৩১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করেন আমন্ত্রিত অতিথিরা। এসময় উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া পরিচালনা করেন- সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি শায়খ মাও. আবদুস শহিদ।
Posted ১০:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed