মঙ্গলবার ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে বকেয়া বেতনের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ৪ ঘন্টা শ্রমিকদের অবরোধ

গাজীপুর প্রতিনিধি   |   বুধবার, ২১ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   47 বার পঠিত

গাজীপুরে বকেয়া বেতনের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ৪ ঘন্টা শ্রমিকদের অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দীর্ঘ সাড়ে ৪ঘন্টা পরপ্রশাসনের হস্তক্ষেপে বিকেল সাড়ে ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।

জানা যায়- কালিয়াকৈরে চন্দ্রাস্হ বকেয়া বেতনের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার (২১ আগস্ট) দুপুর একটায় সময় উপজেলার চন্দ্রাস্থ মাহমুদ জিন্স লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি দিয়ে ঢাকা-টাঙ্গাল মহাসড়কের উপজেলার চন্দ্রা এলাকায় মহাসড়ক অবোরোধ করে। এসময় শ্রমিকরা বকেয়া বেতনের দাবীতে মহাসড়কে বিক্ষোভ করে এবং কারখানার মালিকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চন্দ্রা থেকে কোনাবাড়ি-জিড়ানি ও গোড়াই পর্যন্ত ৩০ কিলোমিটার ব্যাপি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোকরত শ্রমিকরা জানান গত ৫মাস যাবত কারখানার স্টাফরা ও ২ মাস যাবত কারখানার শ্রমিকরা বেতন পাচ্ছেন না। বেতন না পেয়ে তারা মানবেতর জীবন যাপন করছে। দ্রুত বেতন প্রাপ্তির জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে মহাসড়ক থেকে বিক্ষুব্দ শ্রমিকরা চলে গেলে দীর্ঘ সাড়ে ৪ঘন্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে শিল্প পুলিশের ওসি নিতাই চন্দ্র সরকার নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

Posted ১০:২৪ অপরাহ্ণ | বুধবার, ২১ আগস্ট ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com