
অনলাইন ডেস্ক | সোমবার, ০১ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 87 বার পঠিত
দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান প্রতিবেদক তালুকদার আনোয়ারুল ইসলাম পারভেজের মাতা বিবিধন বিবি গুরুতর অসুস্থ। সোমবার (১ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভুইঁয়া পারভেজের মাতাকে দেখতে যান ও চিকিৎসার খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন, হাসপাতালের উপপরিচালক ডাক্তার সৌমিত্র চক্রবর্তী, কর্তব্যরত চিকিৎসক ও কর্মকর্তাগণ। এসময় মেডিকেল বোর্ড গঠন করার জন্য ডাক্তারদের পরামর্শ দেন।
মঙ্গলবার (২ এপ্রিল) মেডিকেল বোর্ড গঠন করা হবে। বিবিধন বিবি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ঠসহ বিভিন্ন ধরনের রোগে ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওসমানী হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার আবু সাইদ আব্দুল্লাহ মুকুলের অধীনে চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার এখনও কোনো উন্নতি হয়নি। বিবিধন বিবির জন্য সকলের কাছে আশুরোগ মুক্তি কামনা ও দোয়া চেয়েছেন তাঁর পরিবারবর্গ।
Posted ১১:০০ অপরাহ্ণ | সোমবার, ০১ এপ্রিল ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed