
শান্তিগঞ্জ প্রতিনিধি | সোমবার, ১৬ জুন ২০২৫ | প্রিন্ট | 163 বার পঠিত
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী গ্রামে পারিবারিক দ্বন্ধে হানিফ আলীর নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর আলীকে আসামী করার প্রতিবাদে এবং অনতিবিলম্বে মামলা থেকে নূর আলীকে অব্যাহতির দাবীতে মানববন্ধন করেছে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি।
সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টায় শান্তিগঞ্জ বাজার চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামছুদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন।
তিনি তার বক্তব্যে বলেন, ‘নূর আলী বিগত ১৭ বছর স্বৈরাচার সরকারের রোষানলে পড়ে একাধিক মামলার আসামী ছিলেন। বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। যারা গত ১৭ বছর আওয়ামী দুঃশাসনের সময় এই এলাকায় বিএনপি নেতাদের নানাভাবে অত্যাচার নিপীড়ন করেছিলো তারাই নিজেদের পারিবারিক বিবাদে হানিফ আলী নিহত হওয়ার ঘটনায় স্বজ্জন রাজনীতিবিদ নূর আলীকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলার আসামী করেছে। মূলত এই ঘটনার সাথে নূর আলীর কোন সম্পৃক্ততা নেই। আমরা সুনামগঞ্জের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান করবো, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনতিবিলম্বে নূর আলীর নাম এই মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করা হোক। মিথ্যা মামলা থেকে নুর আলীকে অব্যাহতি না দেওয়া হলে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি এই এলাকার আপামর জনসাধারণকে নিয়ে আরো কঠোর আন্দোলন গড়ে তুলবে৷
সুনামগঞ্জ পুলিশ সুপারের উদ্দেশ্যে আনছার উদ্দিন বলেন, ‘স্বৈরাচারের দোসরদের সহযোগীদের দেওয়া মিথ্যা মামলায় বিএনপি নেতা নূর আলীকে হয়রানি করা হচ্ছে। জেলা বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে ষড়যন্ত্রমূলক মামলা থেকে নূর আলীর নাম প্রত্যাহারের দাবি জানানো হলেও শান্তিগঞ্জ থানার ওসি তার কর্ণপাত না করেই স্বৈরাচারের দোসরদের সুযোগ করে দিচ্ছেন। তাই শান্তিগঞ্জ থানার ওসিসহ প্রশাসনে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের দ্রুত অপসারণ করতে হবে৷
মানববন্ধনে আরোও বক্তব্য রাখেন, জেলা যুবদলের জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাবুল, সদস্য মহির উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান, জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবাদুর রহমান, পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিলানি মিয়া ও শিমুলবাঁক ইউনিয়ন বিএনপির সভাপতি মুহিবুর রহমান মানিক প্রমুখ৷
মুঠোফোনে বিএনপি নেতা নুর আলী বলেন, ‘বাড়ির ছাদের পানি পড়া নিয়ে নোয়াখালি গ্রামের রাব্বি ও তার চাচাতো ভাই টিপুর মধ্যে সংঘর্ষ হয়। এঘটনায় তাদের চাচা হানিফ মিয়া মারা যান। কিন্তু স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হয়ে জেল খাটা আসামী কুবাদ মিয়া ষড়যন্ত্র করে এই হত্যা মামলায় আমাকে আসামী করেছে। যা পুরোপুরি মিথ্যা ও ষড়যন্ত্রমুলক। আমি এই ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নই।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এই মামলার সুষ্ঠু তদন্ত করছেন। তদন্তে নূর আলীর সম্পৃক্ততা না পাওয়া গেলে মামলা থেকে তার নাম প্রত্যাহার করে চার্জশিট জমা দেওয়া হবে।
মানববন্ধনে উপজেলা বিএনপি নেতা জিতু মিয়া, আকবর আলী, আমির মিয়া, রেজাউল করিম রাজু, জয়কলস ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ মিয়া, তালেব মিয়া, যুবদল নেতা আবুল হাসনাত, হাবিবুর, রায়হান মিয়া, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম, সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান, উপজেলা ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান পাপ্পু, আল আমিন, সুমন আহমদসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১১:২১ অপরাহ্ণ | সোমবার, ১৬ জুন ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed