বৃহস্পতিবার ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেট এ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   101 বার পঠিত

সিলেট এ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা শেষে সিলেট এ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন (সারা) এর ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে।

সিলেট এ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন (সারা) এর সভাপতি ওয়েস মো. সাকেরুল ইসলাম (S21OES) এর সভাপতিত্বে বুধবার (১১ জুন) বিকেলে সিলেট নগরীর পালকি রেস্টুরেন্টে এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশন ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা ইউনিটের সাধারণ সম্পাদক সন্দীপ রায় (S21AAI), অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল (S21DAL), প্রচার সম্পাদক মো. ইশতিয়াক মাহমুদ সুয়েব (S21ATV), সাধারণ সদস্য আহসান ফিরোজ (S21SAT), মাহাদি হাসান প্রমুখ।

সিলেটে এ্যামেচার রেডিও প্রচারণা বৃদ্ধি, নতুন পরীক্ষার্থী তৈরী, এ্যামেচার রেডিও লাইসেন্সপ্রাপ্ত অপারেটরদের মধ্যে আন্ত: গবেষণা বৃদ্ধি, সিলেটে এ্যামেচার রেডিও অপারেটরদের রেডিও নেটওয়ার্কিং শক্তিশালী করতে হ্যাম রিপিটার (হার্ডওয়্যার ভিত্তিক সিস্টেম) স্থাপন এবং লাইসেন্সপ্রাপ্ত রেডিও আপারেটরদের রেডিও যোগাযোগকে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত করতে অলইস্টার লিংক (সফটওয়্যার ভিত্তিক সিস্টেম) স্থাপন বিষয়ে নানান আলোচনা করা হয়।

Facebook Comments Box

Posted ১১:০৭ অপরাহ্ণ | সোমবার, ১৬ জুন ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com