
গাজীপুর প্রতিনিধি | সোমবার, ১৬ জুন ২০২৫ | প্রিন্ট | 155 বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সোমবার (১৬ জুন) বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে
একাধিক সুত্র জানায়, ত্যাগি নেতাদের বাদ দিয়ে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সোমবার বিকেলে সাহেব বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি সাহেব বাজার এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক কালিয়াকৈর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা অতিক্রম করে পুনরায় সাহেব বাজার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদের গ্রেফতারের তীব্র নিন্দা নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলামসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
তারা নবগঠিত আহ্বায়ক কমিটিকে তৃণমূলের সঙ্গে বিতর্কিত, ষড়যন্ত্রমূলক ও নয়জন আওয়ামী লীগের লোক দিয়ে প্রহসন মূলক কমিটি আখ্যা দিয়ে দ্রুত তা বাতিলের দাবি জানান।
Posted ১০:২৩ অপরাহ্ণ | সোমবার, ১৬ জুন ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed