বৃহস্পতিবার ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উলিপুরে পশুর হাটে বিক্রিত পশুর রশিদে মূল্য লেখা না থাকায় ইজারাদারের ৫০ হাজার টাকা জরিমানা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি   |   মঙ্গলবার, ০৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   96 বার পঠিত

উলিপুরে পশুর হাটে বিক্রিত পশুর রশিদে মূল্য লেখা না থাকায় ইজারাদারের ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে পশুর হাটে বিক্রিত পশুর রশিদে মূল্য লেখা না থাকায় ইজারাদারের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বিকালে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দূর্গাপুর পশুর হাটে এ জরিমানা করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, কোরবানির ঈদ উপলক্ষে মঙ্গলবার (৩ জুন) দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে পশুর হাট বসানো হয়। বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম পশুর হাটে টহল দেন। এসময় পশু বিক্রির রশিদে সরকার নির্ধারিত ফি লেখা না থাকায় হাট ইজারাদারকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পশুর হাটে গিয়ে ঘটনার সত্যাতা যাচাই করে হাট ইজাদার মাসুদ রানা (৩৬) কে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। এ সময় হাট ইজারাদার নগদ ৫০ হাজার টাকা পরিশোধ করেন এবং মুচলেখা দিয়ে ছাড়া পান। সেনাবাহিনীর টহলরত টিম জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সেনাবাহিনী সর্বদাই প্রস্তুত রয়েছে। কুরবানীর পশুর হাটগুলিকে শতভাগ নিরাপদ রাখার জন্য নজরদারি বাড়ানো হয়েছে। যাতে পশুর হাটে কোনো ক্রেতা ও বিক্রেতা হয়রানীর শিকার না হয়। উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে সেনাবাহিনীর যৌথ অভিযান অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নয়ন কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্গাপুর পশুর হাটে রশিদে সরকার নির্ধারিত ফি লেখা না থাকায় ইজাদারের জরিমানা করা হয়েছে। পরবর্তী হাটে টোল আদায়ের নির্ধারিত ফি জনসম্মুখে প্রদর্শন করতে বলা হয়েছে। নিদের্শনা না মানলে ইজাদারের বিরুদ্ধে আইনতগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ১১:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com