বৃহস্পতিবার ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাংবাদিক ডালিমের মায়ের ইন্তেকাল : সিলেট জেলা প্রেসক্লাবের শোক

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   77 বার পঠিত

সাংবাদিক ডালিমের মায়ের ইন্তেকাল : সিলেট জেলা প্রেসক্লাবের শোক

সিলেট জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক বাংলাদেশের খবর-এর নিজস্ব প্রতিবেদক মো. রেজাউল হক ডালিমের মমতাময়ী মা সালেহা খাতুন আর নেই।

মঙ্গলবার (৩ জুন) সকাল ৬টা ৪০ মিনিটের সময় দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারের আবদিক পুর গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি চার ছেলে ও তিন মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বাদ যোহর আবদিকপুর গ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

মরহুমার ছেলে রেজাউল হক ডালিম বলেন, তাঁর মা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি সিলেট নগরীর পার্কভিউ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে, রেজাউল হক ডালিমের মায়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধাররণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।

এক শোকবার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Facebook Comments Box

Posted ১১:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com