বৃহস্পতিবার ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি : নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

গাজীপুর প্রতিনিধি   |   শনিবার, ৩১ মে ২০২৫   |   প্রিন্ট   |   104 বার পঠিত

কালিয়াকৈরে অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি : নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার পৈতৃক বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা অতিরিক্ত ডিআইজির মা-বাবাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। শুক্রবার (৩০ মে) মধ্যরাতে ডাকাতির এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গারবান্দ এলাকায় রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার পৈতৃক বাড়িতে সাত থেকে আট জনের এক দল ডাকাত হানা দেয়।এ সময় ডাকাত সদস্যরা ওই বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে আবিদা সুলতানার বাবা মোহাম্মদ নাজমুল আলমকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় বাড়ি থেকে সাত থেকে আট ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে ডাকাতরা পালিয়ে যায়। পরে বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা রেলওয়ে পুলিশের হেডকোয়ার্টার্সে কর্তব্যরত রয়েছে বলে জানা গেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান , বাড়ির গ্রিল কেটে একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। পরে সাত থেকে আট ভরি স্বর্ণালংকার ও নগদ কিছু টাকা লুট করে পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ১০:৩৪ অপরাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com