
গাজীপুর প্রতিনিধি | শনিবার, ১৭ মে ২০২৫ | প্রিন্ট | 91 বার পঠিত
গাজীপুরের জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মরহুম এজাজ আহম্মেদ বকসী মুন্না’র স্মরণে কালিয়াকৈর উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (১৭ মে) বাদ আছর সাহেব বাজার এলাকায় মরহুম এজাজ আহম্মেদ বকসী মুন্না’র স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুজ্জামান শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো.আলী হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো.শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.আবেদুর রহমান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামছুজ্জামান শিপলু বকসী সহ বিএনপির অঙ্গ -সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও নয়টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Posted ১০:২৩ অপরাহ্ণ | শনিবার, ১৭ মে ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed