মঙ্গলবার ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি   |   বুধবার, ১৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   78 বার পঠিত

গাজীপুরে জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীদা আক্তার জসুদাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) দিনগত রাত ২টায় গাজীপুর মহানগরীর উত্তর ছায়াবিথী এলাকায় তার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে জয়দেবপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত শাহীদা আক্তার জসুদা গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাহীদা আক্তার জসুদা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জয়দেবপুর থানা এলাকায় একটি মিছিলে হামলায় শিশু পঙ্গু হওয়ার মামলার এজাহারভুক্ত আসামি। তিনি মহিলা আওয়ামী লীগের নেত্রীর হওয়ার সুবাদে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার ছিলেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় একটি শিশু আহত হওয়ার মামলার এজহারভুক্ত আসামি। আওয়ামী লীগের সময়ে তিনি স্থানীয় বিভিন্ন গার্মেন্টস কারখানা থেকে ঝুটের ব্যবসা করতেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালীম জসুদাকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সূত্রে আমরা জানতে পারি, নারায়নগঞ্জের মেয়র আইভী গ্রেফতারের পর গার্মেন্টস শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে তিনি অর্থায়ন করছেন এবং শ্রমিক বিক্ষোভে ইন্ধন দিচ্ছেন। এছাড়াও ৫ আগস্ট পরবর্তী সময়ে কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরি ভাঙচুর ও শ্রমিকদেরকে উসকানি দেওয়ার সঙ্গে তার সম্পৃক্ততা থাকার তথ্য আমাদের কাছে আছে।

Facebook Comments Box

Posted ১১:১২ অপরাহ্ণ | বুধবার, ১৪ মে ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com