
অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ১৩ মে ২০২৫ | প্রিন্ট | 32 বার পঠিত
সিলেটের জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিপন বিশ্বাস (২১) এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টার দিকে জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামে এই ঘটনাটি ঘটে।সিলেট ভ্রমণ প্যাকেজ
শিপন একই এলাকার বাবুল বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ থেকে খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শিপন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।
Posted ৭:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ মে ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed