রবিবার ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে ডাকাতিকালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ২ ডাকাত আটক

গাজীপুর প্রতিনিধি   |   শুক্রবার, ২১ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   49 বার পঠিত

গাজীপুরে ডাকাতিকালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ২ ডাকাত আটক

গাজীপুরের কালিয়াকৈরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ডাকাত সদস্যরা। এ সময় এলাকাবাসী ধাওয়া করে দুই ডাকাত সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী-জামালপুর সড়কের হাটুরিয়া চালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়নের গাবচালা এলাকার মুক্তার আলীর ছেলে সজিব হোসেন (৩৮)। সজিব এলাকায় মাটি সাপ্লাইয়ের ব্যবসা করতেন। ডাকাতদের ওই হামলার ঘটনায় রয়েল মিয়া নামের আরও এক ব্যবসায়ী আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, মাটি ব্যবসায়ী সজিব হোসেন ও রয়েল মিয়া বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোটরসাইকেলযোগে হাটুরিয়া চালা বাজারে যাচ্ছিল। পথে বড়ইবাড়ী-হাটুরিয়া চালা সড়কের হাটুরিয়া চালা বাজারের আগেই বনের ভেতর একদল ডাকাত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে।

এ সময় ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পালানোর সময় ডাকাতরা ব্যবসায়ী সজিব হোসেনকে ধরে ফেলে এবং তাকে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই সজিব নিহত হন। এসময় অন্য ব্যবসায়ী রয়েল দৌড়ে গিয়ে ডাকাত পড়েছে বলে চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে ডাকাতদলের দুই সদস্যকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদলের দুই সদস্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একজনকে সফিপুর মডার্ন হাসপাতালে এবং অন্যজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাত দলের হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। এলাকাবাসী ডাকাত দলের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

Facebook Comments Box

Posted ১০:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ২১ মার্চ ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com