রবিবার ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

লোহারপাড়া যুব সমাজ ও মুরুব্বিয়ানদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   34 বার পঠিত

লোহারপাড়া যুব সমাজ ও মুরুব্বিয়ানদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানের পবিত্রতা, সংযম ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের আলোকে লোহারপাড়া যুব সমাজের ও মুরুব্বিয়ানদের সম্মানে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) নগরীর ১৭নং ওয়ার্ডের কাজী জালাল উদ্দিন জামে মসজিদে মীর জসিম উদ্দিন জিলহাদ, রাজিব আহমদ, মুস্তাক আহমদ জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সাজুওয়ান আহমদের সার্বিক সহযোগিতায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধির মাস, আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের উত্তম সময়। এই মাসে ইবাদত-বন্দেগির পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, এই ইফতার মাহফিলে ছোট-বড় সকলের অংশগ্রহণে সৃষ্টি হয় এক সৌহার্দ্যময় পরিবেশ, যেখানে পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হয়। এমন মহতী আয়োজন শুধু ধর্মীয় ভাবগাম্ভীর্যই নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সম্প্রীতি বাড়িয়ে সমাজকে আরও ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

এসময় এলাকার যুব সমাজ, মুরব্বিয়ান, রাজনৈতিক, সামাজিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

Facebook Comments Box

Posted ১১:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com