মঙ্গলবার ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ আটক

গাজীপুর প্রতিনিধি   |   সোমবার, ১৭ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   21 বার পঠিত

কালিয়াকৈরে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ আটক

গাজীপুরের কালিয়াকৈরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৬০ বছরের এক বৃদ্ধকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ । শনিবার ( ১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার সুরিচালা এলাকায় এঘটনা ঘটে। আটককৃত ওই বৃদ্ধর নাম মহর আলী (৬০)। সে উপজেলার সুরিচালা এলাকার বাসিন্দা।

জানা যায়, শনিবার সন্ধ্যায় ওই শিশুকে চকলেট কিনে দেয়ার কথা বলে পাশের একটি নির্জন এলাকায় বাঁশঝাড়ে নিয়ে যায় অভিযুক্ত মহর আলী । এ সময় ওই শিশুকে ধর্ষণ করতে গেলে লোকজন দেখে ফেলে। পরে স্থানীয়রা ওই বৃদ্ধকে আটক করে মৌচাক পুলিশ ফাঁড়িতে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই বৃদ্ধকে আটক করে কালিয়াকৈর থানায় নিয়ে আসে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের অভিযোগে মহর আলী নামে এক বৃদ্ধকে আটক করা হয়েছে। এ ব্যাপারে ধর্ষন চেষ্টার একটি মামলা নেয়া হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

Facebook Comments Box

Posted ১০:৫৯ অপরাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com