রবিবার ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

গাজীপুর প্রতিনিধি   |   শনিবার, ১৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   76 বার পঠিত

গাজীপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈর-মাওনা সড়কে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে নামাশুলাই এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে মাওনা থেকে সিএনজি যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা দিলে উপজেলার নামাশুলাই এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইটভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই জামালপুর জেলার সিএনজিচালক ওবায়দুল হক ও অজ্ঞাত এক নারী(৫৫) এবং অজ্ঞাত এক বৃদ্ধ (৭০) নিহত হন। এ ছাড়া গুরুতর আহত হন একজন। আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। তবে ঘাতক ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চালকের পরিচয় জানা গেলেও অন্যদের পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ৩:৫৫ অপরাহ্ণ | শনিবার, ১৫ মার্চ ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com