বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবীতে প্রতিবাদ সমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি   |   বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   89 বার পঠিত

সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবীতে প্রতিবাদ সমাবেশ

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন দামবৃদ্ধি থেকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা,আইন শৃঙ্খলার অবনতি এবং গণতান্ত্রিক যাত্রাপথে প্রতিবন্ধকতা দূরীকরনে উত্তরণের একমাত্র রাস্তা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবীতে এবং ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের নানা ষড়যন্ত্র ও চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জন দাবীতে সুনামগঞ্জ জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি বক্দতব্য রাখেন,বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন (সিলেট বিভাগ), বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য মিজানুর রহমান চৌধুরী, সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল,এড. মল্লিক মঈনুদ্দিন সুহেল,আকবর আলী,রেজাউল হক সেলিম আহমদ,এড.শেরেনুর আলী,এড. জিয়াউর রহিম শাহিন,জেলা তকৃষক দলের সভাপতি মোঃ আনিসুল হক, রাকিবুল হাসান দিলু,মোৎ আমিনুর রশিদ আমীন,মনাজ্জির হোসেন,কামরুল হাসান রাজু,তফাজ্জল হোসেন,মমিনুল হক কালারচান,জাহাঙ্গীর আলমসহ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, দেশী বিদেশী ষড়যন্ত্র এখনও রয়ে গেছে। তাই দলের সকল নেতাকর্মীর সজাগ থাকতে হবে। আওয়ামী ফ্যাসিস্টদের দলে ঢুকানোর কোন দরকার নেই। দ্রুত সংস্কার করে নির্বাচন করার ও জন্য অন্তবর্তীকালীন সরকারের নিকট জোর দাবী জানান।

Facebook Comments Box

Posted ১০:০৭ অপরাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com