বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আমতলীতে সড়ক দুর্ঘটনা, নানা-নাতিসহ নিহত ৩, আহত ৬

আমতলী (বরগুনা) প্রতিনিধি   |   মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   46 বার পঠিত

আমতলীতে সড়ক দুর্ঘটনা, নানা-নাতিসহ নিহত ৩, আহত ৬

কুয়াকাটা-আমতলী-ঢাকা মহাসড়কের আমতলীর আমড়াগাছিয়ায় নামক স্থানে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিক পরিবহণের একটি যাত্রীবাহী গাড়ী ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে নানা-নাতিসহ ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। নিহতরা হচ্ছে নাতি আদিব (৬) নানা আতাহার গাজী (৬০) ও অপর মটরসাইকেল চালক শহিদুল ইসলাম (৪৫)।

স্থানীয় ও পুলিশসুত্র জানায়, দুপুর ১-৪৫ টার সময় ইউনিক পরিবহণের একটি যাত্রীবাহী গাড়ী ঢাকা থেকে কুয়াকাটা যাচ্ছিল। এসময় আমতলী থেকে পটূয়াখালীগামী একটি মাহেন্দ্রকে ধাক্কা দিলে মাহেন্দ্রটি রাস্তার পাশে পড়ে যায়। মাহেন্দ্রে থাকা যাত্রী আদিব (৬) ও মাহেন্দ্রের ধাক্কায় অপর মটরসাইকেলা চালক আরেক শহিদুল ইসলাম (৪৫) ঘটনাস্থলে মারা যায়। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়ার পথে নানা আতাহার গাজী (৬০) লেবুখালীতে মারা যায়। অপর আহতদের পটুয়াখালী ও বরিশাল মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।

দূর্ঘটনার পরপরই ফায়াস সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছান এবং ইউনিক পরিবহণের গাড়িটি আটক করেন। আমতলী থানার অফিসার ইন চার্জ আরিফুর রহমান জানান ইউনিক পরিবহণের গাড়িটি আটক করা হয়েছে এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে আদিবের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

Facebook Comments Box

Posted ১১:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com