বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বনাথ উপজেলা সমিতির বনভোজন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   40 বার পঠিত

বিশ্বনাথ উপজেলা সমিতির বনভোজন অনুষ্ঠিত

নবীন-প্রবীণের এক মিলন মেলায় পরিণত হয়েছিল বিশ্বনাথের বাইরে অবস্তানরত বিশ্বনাথবাসীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন বিশ্বনাথ উপজেলা সমিতির বনভোজন-২০২৫। নগরের উপকন্ঠে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ‘ফুড পার্ক’-এর কম্পাউন্ডে গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বনভোজনের আয়োজন করা হয়। বিকেল ৪টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে সমিতির সকল সদস্যবৃন্দ ও তাদের পরিবারবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাত ৯টা পর্যন্ত আনন্দঘন পরিবেশে বনভোজনের কার্যক্রম অব্যাহত ছিল।

সমিতি সম্পর্কে প্রবীণ সদস্যবৃন্দের স্মৃতিচারণ পর্বসহ সকল সদস্য, তাদের গৃহিণী ও ছেলে-মেয়ের অংশগ্রহণে বিভিন্ন বিনোদনমূলক ইভেন্টের ফাঁকে ফাঁকে সুস্বাদু র্স্টাটার, টি ব্রেকিং ও বার্বিকিউ পার্টির সন্নিবেশে পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণোচ্ছ্বাসে ভরপুর। ছোটো-ছোটো ছেলেমেয়ের কিরাত, কবিতা ও গান পরিবেশন এবং বল নিক্ষেপ প্রতিযোগিতা, মিউজিকের তালে তালে উপস্থিত গৃহিণী ও কিশোরীদের বল পাসিং প্রতিযোগিতার পর্বটি ছিল সত্যিই উপভোগ্য। আর প্রবীণ সদস্যদের বল নিক্ষেপ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের যৌবনদীপ্ত উচ্ছ্বলতা ছিল তাঁদের ফেলে আসা তারণ্যেরই বহিঃপ্রকাশ। স্মৃতিচারণ পর্বে বয়োজ্যেষ্ঠ সদস্যগণ সত্তরের দশকের শুরুতে প্রতিষ্ঠিত বিশ্বনাথ উপজেলা সমিতি গঠনের পটভূমি ও নানা আনন্দ-বেদনার অনুভূতি ব্যক্ত করেন। তাঁরা সংগঠনকে আরও শক্তিশালী করার এবং বিশ্বনাথের মনুষের শিক্ষা, স্বাস্থ্য ও আর্থ-সামাজিক উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ গ্রহণের দিক নির্দেশনা দেন। সদস্যদের ছেলেমেয়ে তথা পরর্বর্তী প্রজন্ম আগামিতে সমিতির কার্যক্রম গতিশীল রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। তাই শিশু-কিশোরদের অংগ্রহণে শিক্ষা, সাংস্কৃতিক ও সমাজসেবামূলক অনুষ্ঠান আয়োজনের উপর তারা গুরোত্ব আরোপ করেন। বিনোদনে ঠাঁসা বনভোজন-২০২৫’র সফল আয়োজন করায় বর্তমান কার্যনিবাহী কমিটিকেও তারা ধন্যবাদ জানান।

স্মৃতিচারণ পর্বে বক্তব রাখেন বিশ্বনাথ উপজেলা সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি আবুল খয়ের চৌধুরী, সাবেক সভাপতি শাহ মতছির আলী, বীর মুক্তিযোদ্ধা সীতাব আলী, অধ্যক্ষ ড. হাসমত উল্লাহ, মখলিছুর রহমান, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাসট্রির প্রাক্তণ সভাপতি এটিএম শোয়েব, প্রয়াত সংসদ সদস্য নুরুল ইসলাম খানের মিসেস, আমিরুল ইসলাম চৌধুরী বাবু, আব্দুল মুমিন মামুন ও জালালাবাদ গ্যাস লিমিটেড কোম্পানির এসিস্ট্যান্ট ম্যানেজার শাহরিয়ার মোহাম্মদ লোকমান প্রমুখ।

সমিতির সভাপতি শাখাওয়াত আলী সাহী, সাধারণ সম্পাদক শেখ আজাদ, বনভোজন আয়োজক উপ-কমিটির আহ্বায়ক আব্দুন নুর রুহেল, সদস্য নুরুজ্জামান সিদ্দিকী মুক্তা, তাহমিনুল ইসলাম খান এডভোকেট, আশরাফুল ইসলাম খান সুহেল ও মনিরুজ্জামান মনির কার্যনির্বাহী পরিষদের পক্ষে উপস্থিত সদস্যগণ, তাদের পরিবারবর্গ এবং দেশে-বিদেশে থাকা সদস্যগণ যাদের আন্তরিক সহযোগিতায় এ আয়োজন পূর্ণতা পেয়েছে তাদের সবাইকে কৃতজ্ঞতা জানান। সমিতির প্রয়াত সদস্যবৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রমে সংগঠনটি আত্মপ্রকাশ করেছিল এবং নানা চড়াই-উৎরাই পেরিয়ে বর্তমান অবস্থানে আসতে পেরেছে, তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। প্রবীণ সদস্যবৃন্দের মধ্যে যারা মাঘের কনকনে শীত উপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবীন ও তরুণ সদস্যদের অনুপ্রাণিত করেছেন, তাঁদেরও জানান বিশেষ কৃতজ্ঞতা।

বনভোজনের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল র‌্যাফেল ড্র। এতে প্রথম পুরস্কার বিজয়ী আনোয়ার খান অর্জন করেন একটি রেফ্রিজারেটর, দ্বিতীয় পুরস্কার বিজয়ী আশরাফুল ইসলাম খান সুহেল একটি মাইক্রোওভেন এবং তৃতীয় পুরস্কার বিজয়ী সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাসট্রির প্রাক্তণ সভাপতি এটিএম শোয়েব পান একটি ইতালিয়ানো ডিনার সেট। এছাড়া বনভোজনে অংশগ্রহণকারী সকল সদস্যদের জন্য বিশেষ পুরস্কার হিসেবে ছিল সংগঠনের নাম ও মনোগ্রাম অঙ্কিত একটি করে আকর্ষণীয় দেয়াল ঘড়ি।

সবশেষে জমজমাট বার্বিকিউ পার্টির মধ্য দিয়ে সমাপ্ত হয় বিশ্বনাথ উপজেলা সমিতির বনভোজন-২০২৫। সমাপ্তির পরও সকল সদস্য, তাদের গৃহিণী ও ছেলেমেয়েদের মধ্যে যেন বিরাজ করছিল এক অনির্বচনীয় আনন্দের রেশ। সকলের সঙ্গে প্রবীণ সদস্যবৃন্দও আনন্দময় স্মৃতি রোমন্থন করতে করতে কুয়াশা আচ্ছাদিত পিচঢালা পথ মাড়িয়ে যাত্রা করেন আপন গন্তব্যে।

Facebook Comments Box

Posted ১০:৩৭ অপরাহ্ণ | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com