সোমবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘যারা জামায়াত নিষিদ্ধ করেছিল আজ তারাই নিষিদ্ধ’

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   45 বার পঠিত

‘যারা জামায়াত নিষিদ্ধ করেছিল আজ তারাই নিষিদ্ধ’

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, যে ফ্যাসিবাদী শক্তি জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল, আজ তারাই জনগণের কাছে নিষিদ্ধ হয়ে গেছে। জামায়াত-শিবির সব বাধা অতিক্রম করে তার লক্ষ্য এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশের মানুষ এখন সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বের অপেক্ষায় আছে। সেই জনআকাঙ্ক্ষা পূরণে জামায়াত-শিবিরকে আবারো ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী ডিগ্রি কলেজ মাঠে উপজেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আল্লাহতায়ালা ও জনগণ জামায়াতকে ক্ষমতা দিলে আমরা রাজা না হয়ে জনগণের সেবক হবো ইনশাআল্লাহ। এ জমিনে ইসলাম বিজয়ের পতাকা না উড়ানো পর্যন্ত যে কোনো ত্যাগ ও কোরবানি দিতে জামায়াত-শিবিরের প্রতিটি নেতাকর্মী সবসময় প্রস্তুত আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, যতই উঁকিঝুঁকি মারুক, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ আর কখনোই দেশে ফিরতে পারবে না। আগামীদিনে এই জাতিকে সৎ, দক্ষ, চাঁদাবাজমুক্ত নেতৃত্ব উপহার দিতে আপনাদেরকে সামনে এগিয়ে আসতে হবে।

স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আমলে দুই কোটি ভুয়া ভোটার তৈরি করা হয়েছে দাবি করে রফিকুল ইসলাম খান বলেন, বর্তমান ভোটার তালিকার হালনাগাদ চলছে। ফ্যাসিবাদ সরকার দুই কোটি ভুয়া ভোটার তৈরি করেছে। তা অতি দ্রুত বাতিল করে নির্বাচন দিতে হবে। আপনারা জানেন ২০০৮ সাল থেকে ১৬ বছরে যেসব তরুণ যুবকেরা ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের অন্তর্ভুক্ত করতে হবে। একটি স্বচ্ছ নির্বাচন করতে চাইলে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে।

রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী মুর্তজার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আব্দুস সামাদ, সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা মো. শাহিনুর আলম, নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের অন্যতম নেতা ও রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন, তাড়াশ উপজেলা জামায়াতে আমির খ ম সাকলাইন ও তাড়াশ পৌর জামায়াতের সভাপতি কাওসার হাবীব।

Facebook Comments Box

Posted ৯:১৮ অপরাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com