
শাহ্ মো. সফিনূর | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 151 বার পঠিত
একটা জাতিকে সভ্যতার উচ্চ শিখরে ওঠাতে চাইলে প্রথমত যে কাজটার প্রতি সরকার এবং জনগণের নজর দিতে হয় তা হলো শিক্ষাব্যবস্থার উন্নয়ন। তদ্রুপ একটা জাতিকে ধ্বংস করতে চাইলে প্রথমত সেই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়, যা হয়েছিল গত শাসনামল।
গত ৫ আগস্ট আমরা সেই শাসনামলের রাহু থেকে মুক্তি পেয়েছি।
জুলাই আগস্টের এই গণ আন্দোলনের পর প্রথমে যে কমিশন গঠন করা দরকার তা ছিল শিক্ষা সংস্কার কমিশন গঠন। কিন্তু অন্তর্র্বতী সরকার এখন পর্যন্ত সেই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেননি এটা হতাশ করেছে জাতিকে।
উন্নত বিশ্বের সাথে তাল মিলাতে শিক্ষাব্যবস্থা কে ঢেলে সাজানোর জন্য শিক্ষা কমিশন দরকার। একটি নিরপেক্ষ জায়গা থেকে শিক্ষাব্যবস্থা কে ঢেলে সাজানোর জন্য বর্তমান সময়ে কোন অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না, এই অবস্থা চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়বে যা বলার অপেক্ষা রাখে না।
পাঠ্যক্রম ও পরীক্ষা পদ্ধতির বারবার পরিবর্তনের ফলে শিক্ষক, অভিভাবক এমনকি শিক্ষার্থীরাও ছিলেন দিশেহারা। এই বিবেচনায় শিক্ষা কমিশন গঠন করা একান্ত দরকার ছিল।
শিক্ষা হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। উন্নত বিশ্বে শিক্ষা কে সর্বোচ্চ অগ্রধিকার দিয়ে বাজেট প্রণয়ন করে থাকে, তারা শিক্ষাকে হৃদয়গ্রাহী করার জন্য নতুন নতুন শিক্ষাপদ্ধতির সংযুক্তি করে থাকে। সবার আগে আমাদের শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নত বিশ্বের অনুকরণে যা আমাদের দেশের জন্য প্রযোজ্য বা উপযুক্ত সেইভাবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ রাখছি।
লেখক : কবি ও কলামিস্ট।
Posted ৬:৪০ অপরাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
ajkersangbad24.com | Fayzul Ahmed