সোমবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভোরের কাগজ পত্রিকা প্রকাশিত হয়নি

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২০ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   54 বার পঠিত

ভোরের কাগজ পত্রিকা প্রকাশিত হয়নি

জাতীয় দৈনিক ভোরের কাগজ আজ সোমবার (২০ জানুয়ারি) প্রকাশিত হয়নি। এরই মধ্যে আজ প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ‘মালিকের নিয়ন্ত্রণবহির্ভূত’ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অফিসের ফটকে লাগানো এক নোটিশে উল্লেখ করা হয়েছে। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রতিবাদে কর্মীরা অফিসের নিচে সমাবেশ করেছেন।

১৯৯২ সালে ভোরের কাগজের যাত্রা শুরু হয়। বর্তমানে রাজধানীর মালিবাগ এলাকায় পত্রিকাটির প্রধান কার্যালয়। আজ সোমবার ভোরের কাগজের নির্বাহী সম্পাদক এ কে সরকারের সই করা নোটিশে বলা হয়, ‘ভোরের কাগজ কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১২ ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণবহির্ভূত কারণে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যা ২০ জানুয়ারি থেকে কার্যকর হবে।’

ভোরের কাগজের প্রধান প্রতিবেদক খোন্দকার কাওসার আজ বিকেল পাঁচটার পর প্রথম আলোকে বলেন, বন্ধের বিষয়টি আজ সকালে তাঁরা জেনেছেন। সকালে অফিসে থাকা কর্মীদের বের করে দিয়ে অফিসে তালা দেওয়া হয়েছে। এরপর অফিস বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়। বন্ধের প্রতিবাদে তাঁরা অফিসের নিচে সমাবেশ করেছেন। সমাবেশ থেকে তাঁরা দ্রুত ভোরের কাগজ খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। আগামীকাল বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভোরের কাগজের পরিস্থিতি তুলে ধরা হবে।

ভোরের কাগজের সাংবাদিকদের একটি সূত্র জানায়, রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছুদিন ধরেই পত্রিকাটি বন্ধ হয়ে যেতে পারে, কর্মীদের ছাঁটাই করা হতে পারে-এমন গুঞ্জন-আশঙ্কা শোনা যাচ্ছিল। এমন পরিস্থিতিতে সাংবাদিকদের পক্ষ থেকে কর্তৃপক্ষকে বলা হচ্ছিল, বন্ধ করলে ওয়েজ বোর্ড অনুযায়ী তাঁদের যাবতীয় পাওনা যেন পরিশোধ করা হয়। আর সাংবাদিকদের রাখতে হলে যাঁকে যেদিন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সেদিন নিয়োগপত্র দিয়ে অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী বকেয়াসহ নিয়মিত বেতন-ভাতা দিতে হবে। কিন্তু সে দাবি মানা হচ্ছিল না।

এ অবস্থায় গতকাল রোববার ভোরের কাগজের অফিসের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। সেখান থেকে পাঁচ দিনের মধ্যে দাবি মেনে নেওয়ার সময় বেঁধে দেওয়া হয়। এ বিষয়ে ভোরের কাগজে একটি প্রতিবেদন ছাপানোর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আজ ভোরের কাগজ প্রকাশিত হয়নি এবং অফিস বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।

আগামীকাল পত্রিকা বের হবে কি না জানতে চাইলে একজন সাংবাদিক বলেন, আজ ছাপা হয়নি। সাংবাদিকেরা রাস্তায়। তাহলে আগামীকাল কীভাবে পত্রিকা বের হবে? আর যদি কোনোভাবে বের করার চেষ্টা হয়, সেই প্রক্রিয়ায় তাঁরা নেই।

Facebook Comments Box

Posted ১০:৫২ অপরাহ্ণ | সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com